বগুড়া শহরে শিশুর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে লুনা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো রাত ১১টায় মালগ্রাম এলাকার একটি গলি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শহরের খান্দার এলাকার ফজলুর রহমানের মেয়ে লুনা ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। বিভিন্ন স্থানে খোঁজ করেও লুনার সন্ধান না পেয়ে আশপাশের এলাকায় মাইকিং করা হয়। রাতে স্থানীয়রা বাড়ির পাশের গলিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মরদেহের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।