বগুড়া সেনানিবাসে চারটি ইউনিটের রেজিমেন্টাল ‘কালার’ প্রদান অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর চারটি ইউনিটের রেজিমেন্টাল ‘কালার’ প্রদান অনুষ্ঠান ১১-পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে রেজিমেণ্টাল পতাকা প্রদান করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি দেশে যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তত থাকার আহবান জানিয়ে বলেন, বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি আধুনিক ও সক্ষম সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।