বগুড়া-১ ও যশোর-৫ আসনের উপ-নির্বাচন পেছানোর দাবী জানিয়েছে জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া-১ ও যশোর-৫ আসনের উপ-নির্বাচন পেছানোর দাবী জানিয়েছে জাতীয় পার্টি।
সকালে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন পেছানোর পাশাপাশি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি জেতার আশা রাখে। তিনি আরো বলেন, নির্বাচন পেছানোর অন্যতম দাবি- সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর কারণে। ঐদিন রংপুরসহ সারাদেশে দোয়া ও মোনাজাতের পাশাপাশি দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করবে জাতীয় পার্টি।