বগুড়ার নন্দীগ্রামে সরকারি ১৬৮ বস্তা চালসহ দু’জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সরকারি ১৬৮ বস্তা চাল বেশি দামে বিক্রির আশায় মজুদ করার অভিযোগে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দু’জনকে আটক করেছে রেব ।
হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে কিনে মজুদ করায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও তার সহযোগী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনসার আলীকে আটক করেছে রেব। তাদের কাছ থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার সিমলা গ্রামে আওয়ামী লীগ নেতা আনিছুরের বাড়িতে অভিযান চালায় রেব-১২। তাঁর বাড়ি তল্লাশী করে ৫৮ বস্তা এবং তার গুদাম থেকে আরো ১১০ বস্তা চাল উদ্ধার করে। রেব কর্মকর্তারা জানান, আটক দুইজনসহ চালের ডিলারের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।