বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নমান্টে বাংলাদেশের টানা সাফল্য ভবিষ্যৎ অনুপ্রেরণা
- আপডেট সময় : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নমান্টে বাংলাদেশের টানা সাফল্যকে ভবিষ্যৎ অনুপ্রেরণা হিসেবে দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে এই প্রাপ্তি বাড়তি মাত্রা দিয়েছে বলেও মনে করেন তিনি। আট জাতির টুর্নামেন্টে তুহিন তরফদার ও আরদুজ্জামানদের লড়াকু মানসিকতায় মুগ্ধ ফেডারেশন। ভবিষ্যতে কাবাডিকে এগিয়ে নিতে একাধিক টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনার কথা জানালেন তারা।
ক্রিকেট, ফুটবল, কাবাডি, দেশের শীর্ষ তিন স্পোর্টস ইভেন্ট। অথচ জনপ্রিয়তায় তিন দলের বিপরীতমুখী অবস্থান। ক্রিকেট, ফুটবল যেখানে তুঙ্গে, সেখানে দর্শক খরা আর অবহেলায় জাতীয় খেলা কাবাডি।
তবে, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে কাবাডির জনপ্রিয়তা। এর সবশেষ উদাহরণ আট জাতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে যা দিয়েছে বাড়তি মাত্রা।
তবে, এখানেই থামতে চায় না ফেডারেশন। ভবিষ্যতে কাবাডিকে আরও এগিয়ে নিতে একাধিক টুর্নামেন্ট এবং ট্যালেন্ট হান্ড প্রোগ্রামের পরিকল্পনা ফেডারেশনের।
এই সংগঠকের বিশ্বাস ক্রিকেট, ফুটবলের মতো একদিন জনপ্রিয়তার তুঙ্গে উঠবে দেশের জাতীয় খেলা কাবাডি।