২৮ অক্টোবরে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বড় এই প্রকল্প নিয়ে কেউ যাতে গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে সে ব্যাপারেও তৎপর প্রশাসন। টানেল ঘিরে ওয়ান সিটি টু টাউন মডেল বাস্তবায়নের পাশাপাশি কর্ণফুলীর ওপাড়ে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নের হাতছানি দেখছেন ব্যবসায়ী নেতারা।
কর্ণফূলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ ৯৮ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে। এখন শুধু সাজ-গোজ বাকি। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৮ অক্টোবর দেশের গুরুত্বপুর্ণ প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরদিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে এই সুরঙ্গসেতু।
গেলো বছরের নভেম্বরেই বড় প্রকল্পটির ভৌত অবকাঠামোগত উন্নয়ন শেষ হয়েছে। কিন্তু নদীর তলদেশে নির্মিত টানেলটি পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জ দেখছে সেতু বিভাগ। সেগুলো যথাযথভাবে যাচাই বাছাই করেই চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
টানেল উদ্বোধনের আগমুহুর্তে সব অংশীজনের পরিকল্পনা জানতে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রস্তুতি সভা করে জেলা প্রশাসন। ট্রাফিক ম্যানেজমেন্টের পাশাপাশি পদ্মাসেতুর মতো টানেলকে ঘিরে নেতিবাচক প্রচারণা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা করলে, তা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, নদীর ওপারে যে ধরনের অবকাঠামোগত উন্নয়নের আশা করা হয়েছিলো, তা হয়নি এখনো। তাই টানেলের সুফল পেতে হলে, আনোয়ারা ইকোনোমিক জোন, মাতারবাড়ির সঙ্গে চট্টগ্রাম বন্দরকে সড়কপথে সংযুক্তকরাসহ আনুসাঙ্গিক প্রকল্পগুলো বাস্তবায়নে মনযোগী হতে হবে।