বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু ট্যানেল চালু হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। দক্ষিণ এশিয়ার জন্যও গুরুত্বপূর্ণ এই টানেল। কর্ণফুলী নদীতে এই টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা আরো বলেন, বিদেশীদের কাছে হাত পেতে নয়, সবসময় মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এসময় নির্মাণে কাজে জড়িত চীন সরকার, মন্ত্রী পরিষদ, সড়ক বিভাগসহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বহুল প্রতিক্ষীত কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ শেষ হয়েছে। তার সমাপ্তি ঘোষণায় ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু টানেলের ২.৪৫ কিলোমিটারের এই টিউব কাজ শেষ হওয়ায় উৎসবের আমেজ পুরো চট্টগ্রামে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপিরসহ আগের কোন সরকারই কাজ করেনি। এই টানেল আওয়ামী লীগ সরকারের নিরলস পরিশ্রমের অবদান। বলেন, বঙ্গবন্ধু টানেল চালু হলে দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে দেশের অর্থনীতিতে নতুন করে গতি আসবে।
বঙ্গবন্ধু কন্যা বলেন, আর কখনোই বিদেশীদের কাছে হাত পেতে চলবে না বাংলাদেশ। নিজেদের সক্ষমতায় মাথা উঁচু করে চলার সময় এসেছে।
এসময় বঙ্গবন্ধু টানেলসহ দেশের যোগাযোগ নেটওয়ার্কে উন্নতি করায় প্রকল্পের সহায়তা দেয়া চীন সরকার মন্ত্রী পরিষদ বিভাগ, সড়ক বিভাগসহ সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিং পিং টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় ১০ হাজার ৫৩৭ কোটি টাকা। এরইমধ্যে টানেলের একটি টিউবের অভ্যন্তরে ৯৩ শতাংশ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। জানুয়ারি থেকে শুরু হবে যান চলাচল।