বঙ্গবন্ধু বিপিএলের আজ রয়েছে দুই ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের আজ রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা। এই ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টানা দুই হারে আসর শুরু করলেও, শেষ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে মিনিস্টার ঢাকা। শেষ ম্যাচে বরিশালকে হারিয়েছে তারা। ছন্দ ধরে রাখার মিশনে এবার সিলেটকে হারাতে চায় মাহমুদউল্লাহ’র দল। ঢাকার মতো সিলেটেরও শুরুটা হয়েছে হার দিয়ে। কুমিল্লার কাছে প্রথম ম্যাচে হেরেছে তারা। তাই প্রথম জয়ের খোঁজে নামছে মোসাদ্দেক সৈকতের দল। অন্যদিকে, কুমিল্লাও ছন্দ ধরে রাখার মিশনে নামবে। প্রথম ম্যাচের জয়ে উড়ছে ভিক্টোরিয়ান্স শিবির। যদিও সাকিব, গেইল, ব্রাভোদের নিয়ে জয় পেতে আশাবাদী ফরচুন বরিশালও।