বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে কাল। যথারীতি রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। হার দিয়ে আসর শুরু করলেও শেষ দুই ম্যাচে জিতে উড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বন্দর নগরীর দল। ছন্দ ধরে রাখার মিশনে আজ লম্বা সময় অনুশীলন করেছে চট্টগ্রাম। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও, শেষ ম্যাচে হেরে চাপে আছে খুলনা টাইগার্স। মুশফিকের বাজে ফর্মও ভাবাচ্ছে খুলনাকে। এক জয়, এক হারে টেবিলের চারে খুলনা টাইগার্স। তালিকার পাঁচ ও ছয়ে থাকা সিলেট-ঢাকাও কাল মাঠে নামবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে।