বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে ঢাকা প্লাটুন ২৪ রানে হারিয়েছে সিলেট থান্ডারকে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে ঢাকা প্লাটুন ২৪ রানে হারিয়েছে সিলেট থান্ডারকে। টস হেরে প্রথমে ব্যাট করে ঢাকা। মাশরাফিরা ৪ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান। জবাবে মোসাদ্দেক হোসাইনের দল ৭ উইকেটে করে ১৫৮ রান।
দুই ওপেনারের ব্যাটে শুভ সূচনা পায় ঢাকা। ৩১ রানে তামিমের বিদায়ে এনামুলের সাথে ভাঙ্গে ৮৫ রানের জুটি। দায়িত্বশীল ব্যাটিংয়ে আসরের প্রথম ফিফটি তুলে নেন এনামুল। ফিরেন ব্যক্তিগত ৬২ রানে। হার দিয়ে আসর শুরু করলেও, ছন্দে ফিরেছে ঢাকা প্লাটুন। আগের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। এই ম্যাচে ফেভারিট ছিল মাশরাফিরাই। অন্যদিকে, টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি সিলেট থান্ডার। তিন ম্যাচের সব ক’টিতেই হেরেছে তারা।