বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে এখন লড়ছে কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে এখন লড়ছে কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে কুমিল্লা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।
আসরে দু’দলের অবস্থান সমানে সমান। দুটি করে জয় আছে ঢাকা ও কুমিল্লার। পয়েন্ট ব্যবধান সমান হলেও, নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের পাঁচে ঢাকা প্লাটুন। আর চার নম্বরে কুমিল্লা ওয়ারিয়র্স। তাই শিরোপার রেসে থাকতে এই ম্যাচটি সমান গুরুত্বপর্ণ দু’দলের জন্য। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী রয়েলসের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স।