বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
- আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর পর দেশের আরেক বড় প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রমত্তা যমুনার বুকে স্বপ্নের সেতু নির্মাণে একটির পর একটি পিলারের পাইলিং কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শেষ হয়েছে বেশ কয়েকটি পিলারের পাইলিং কাজ। এতে প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে সেতুটি। এই রেল সেতুটি নির্মাণ হলে উত্তরের যোগাযোগে নব দিগন্তের সূচনা হবে। খুলবে অপার অর্থনৈতিক সম্ভাবনার দ্বার।
দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে। ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ এই সেতু। উদ্বোধনের পর বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সেতুর দুই প্রান্তেই দিনরাত চলছে নির্মাণ কাজ। ডাবল ট্র্যাকসহ এ রেল সেতুর মোট পিলার ৫০টি। ৪২ নম্বর থেকে ৪৯ নম্বর পর্যন্ত ৮টি পিলারের পাইলিং কাজ শেষ।
এ রেলসেতু বাস্তবায়িত হলে আমদানি রপ্তানি খরচ কমে যাওয়াসহ বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে। ঝুঁকিও হ্রাস পাবে। রেলসেতুর দুই পাড়ে রেলইয়ার্ড ও কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি স্থানীয়দের।
বঙ্গবন্ধু রেলসেতুটি নির্মিত হলে জেলার ইকো পার্কটি আরো প্রাণ ফিরে পাবে। ফলে দেশে আরো একটি পর্যটন স্থান তৈরি হবে বলে জানান এই বন কর্মকর্তা।
বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন রেল সেতু নির্মাণ হলে মালবাহীসহ ৬৮টি ট্রেন চলাচল করার পাশাপাশি বিভিন্ন দেশের সাথে ট্রেন চলাচলের আন্তঃসংযোগ সৃষ্টি হবে বলে জানান প্রকল্প পরিচালক।
২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে এ সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ২০২৪ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে প্রকল্প সংশ্লিষ্টরা।