বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আন্দোলনের কারণে দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
গত শুক্রবার শিক্ষার্থীরা তাদের আন্দোলন আগামী ৫ মার্চ পর্যন্ত শিথিল করে প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দেয়। তবে এ সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে শিক্ষার্থীরা ৬ মার্চ ইউজিসি ভবন ঘেরাও এবং আমরন অনশনের ঘোষণা দেয়। গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি’তে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। এরপর আন্দোলনে নামে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।