বঙ্গবন্ধু সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৪:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
বৃহস্পতিবার রাতে পার্কের বর্তমান কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাণি কল্যাণ আইনে মামলা করেন। শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, তবিবুর রহমানের বিরুদ্ধে পার্কের ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় সরকারি কাজে অনিয়ম, পার্ক পরিচালনায় অব্যবস্থাপনা, সম্পত্তি বিনষ্ট, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পার্কের ১১টি জেব্রা, ১টি বাঘ, ১টি সিংহ মারা গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।পার্কের বর্তমান কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত জানুয়ারি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রা মারা যায়। সেসময় দায়িত্বরত কর্মকর্তা তবিবুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেননি। সংশ্লিষ্ট থানায় জিডিও করেননি। তাছাড়া তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে তবিবুরের দেয়া বক্তব্য গ্রহণযোগ্য মনে হয়নি। এ অবস্থায় সরকারি সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি বন্য প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে।