বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন :ডাঃ এনামুর রহমান
- আপডেট সময় : ০৪:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৫ আগষ্ট আমরা এমন একটি পরিবারকে হারিয়েছি যে পরিবারের সবাই ছিলেন দেশের জন্য নিবেদিত। আমৃত্যু তারা দেশের জন্য কাজ করে গেছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্ল্যাসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন। এরআগে নেতৃবৃন্দকে নিয়ে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।