বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল
- আপডেট সময় : ১০:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল বলেই খোন্দকার মোশতাক পরবর্তীতে তাকে সেনাপ্রধান করেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এদের মত আর কোন বিশ্বাসঘাতক যেন দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার দায়িত্ব নিতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান তিনি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলা যাবে না বলেও জানান শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি শাসকদের পরাজয়ের চূড়ান্ত প্রতিশোধ ছিলো বুদ্ধিজীবী হত্যা। বিজয় অর্জনের ঠিক আগ মূহুর্তে বাঙালি জাতিকে মেধাশুন্য করতে হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভার সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে চক্রান্তকারী জিয়াউর রহমানের যোগসাজশ ছিলো বলেই তাকে খোন্দকার মোশতাক সেনা প্রধান করেছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ জাতির ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, নতুন প্রজন্মকে সে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। বিএনপি জামাত জোট ক্ষমতায় না থাকলেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।