বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের মূল নায়ক জিয়াউর রহমান ও তাঁর পরিবার: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের মূল নায়ক জিয়াউর রহমান ও তাঁর পরিবার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক পাঁচ আসামির তথ্য দিতে পারলে, পুরস্কার দেবে সরকার। সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।
বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান সাংবাদিক নেতারা।
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে না দেয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারের সমালোচনার পাশাপাশি পলাতক ৫ খুনীর তথ্যদাতাকে পুরস্কার দেয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সামনে খুনী মোশতাক থাকলেও বঙ্গবন্ধু হত্যাকান্ডে নেপথ্য নায়ক জিয়াউর রহমান ও তার পরিবার বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
জঙ্গিজোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল মন্তব্য করে তাদের কোন বিদেশিরা সহযোগীতা করবে না বলেও
জানান ড. হাছান মাহমুদ।