বঙ্গবন্ধু হত্যার সময়, আওয়ামী লীগ নেতাদের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০৭:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মতো নির্মম ঘটনার সময়, আওয়ামী লীগ নেতাদের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই দেশকে ব্যর্থ করতে যত ষড়যন্ত্রই হোক, তা সফল হতে দেয়া হবে না। বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। “শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমরা এগিয়ে চলেছি দুর্বার” শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সময় নেতারা সঠিক ভুমিকা নিলে, দেশে এতগুলো অবৈধ ক্যু, কর্মীদের উপর নির্যাতন হতো না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতা আর একাগ্রতাই জনগনের ম্যান্ডেট এনে দিয়েছিলো। যা তরান্বিত করেছিল বাংলার মুক্তি। তিনি বলেন, পাকিস্তানী প্রেমিরা দেশে বিদেশে ষড়যন্ত্র করবেই; সব ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যাবে দেশ। অর্থের লোভ ধংস ডেকে আনে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, লোভমুক্ত হয়ে সবাই দেশের কল্যানে কাজ করলে উন্নতি অনিবার্য। কোন অপচেষ্টাই বঙ্গবন্ধু আর স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে পারবে না দাবি করে শেখ হাসিনা বলেন, বিজয়ীর বেশে সারা বিশ্বে মাথা উচু করে চলবে বাংলাদেশ।