বঙ্গবন্ধুর আদর্শ শেষ করতেই খু’নিদের হাত থেকে রক্ষা পায়নি শিশু রাসেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শুধু বঙ্গবন্ধু নয়, তার আদর্শ চিরতরে শেষ করতেই খুনিদের হাত থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও।
বিকেলে টিসিবি ভবন অডিটোরিয়ামে শেখ রাসেল দিবসের আলোচনায় স্মৃতিচারণে বানিজ্যমন্ত্রী আরও বলেন, ঘাতকরা চেয়েছিলো বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু তারা তা পারেনি। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্ন মুছে দিতে শিশু রাসেলকেও হত্যা করতে হাত কাঁপেনি ঘাতকদের। শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে কাজ করতেন বলে মনে করেন তিনি।