বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনগনের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান
- আপডেট সময় : ০১:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনগনের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদেরকে শপথ অনুযায়ী দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশও দেন তিনি।
সকালে ফেনী জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নবনির্বাচিত খায়রুল বাশার মজুমদারকে শপথ বাক্য পাঠ করান তিনি। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রনালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আইন সংশোধনসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে শহরের সব সুবিধা পৌঁছে দিতে হবে। কাজের মাধ্যমেই জনপ্রতিনিধিদেরকে জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।