বঙ্গবন্ধুর আদর্শে সরকার পরিচালনা করায় ১২ বছরেই বদলে গেছে দেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ কাজ করছে বলেই গত ১২ বছরে বদলে গেছে দেশ। যার ফল আজকের উন্নয়নশীল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সরকার প্রধানের শুভেচ্ছাবার্তা দেশের মানুষকে সম্মানিত করেছে। করোনার প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের আবারও মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতির বক্তৃতার শুরুতেই বাংলাদেশের জন্ম এবং তার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। একটি গোষ্ঠী স্বাধীন বাংলাদেশের বিরোধীতা করেছে মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে পরিচালনা করায় দেশ আজ ঘুড়ে দাঁড়িয়েছে।
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে আসা বাণী দেশের মানুষকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের পাশাপাশি দল হিসেবেও মানুষের পাশে দাড়াতে কর্মীদের নির্দেশনা আওয়ামী লীগ সভাপতি।
করোনা পরিস্থিতি বিবেচনা করে রমজানের ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।