বঙ্গবন্ধুর জীবন থেকে বিশ্বের তরুণ প্রজন্মকে শিক্ষা নেয়ার আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জীবন থেকে বিশ্বের তরুণ প্রজন্মকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণেই বিশ্ব অর্থনীতির নেতিবাচক ধারার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক প্রগতি ধরে রাখতে পেরেছে।
মুজিবশতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
এসময় তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্তর্জাতিক নেতা হবার প্রথম পদক্ষেপ হল- বঙ্গবন্ধুকে ভালো করে জানা ও অনুসরণ করা।
বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়াল বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে রাষ্ট্রপতি আরো বলেন, উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।”
করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানের সমাপনীতে উদ্ভাবন, পরিবেশ, মানবিকতা, খেলা-সংস্কৃতি-শিল্প এবং উদ্যোক্ত ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।