বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধি উগ্র মৌলবাদীদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

- আপডেট সময় : ০৬:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জামালপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান নিয়ে বিরোধিতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদের বিপক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
স্বাধীনতার মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মানের বিরোধীতার নামে জনমনে বিভ্রান্তি এবং সাম্প্রদায়িক অপশক্তি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
ভাস্কার্য নির্মান ও কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর স্বেচ্চসেবকলীগ। এসময় বক্তারা বলেন, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল মূলতা তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কার্য নিয়ে কটুক্তি করছে। তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি জানায়।
ভাস্কর্য্য স্থাপনে বিরোধিতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
একই দাবিতে দিনাজপুরেও ঘণ্টাব্যাপী মানবন্ধন করেছে জেলা সেচ্ছাসেবকলীগ। সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে ইসলামকে পূজি করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টাকারীদের বিচারের দাবি জানায় তারা।
বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানে বিরোধিতার নামে মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠির দ্বারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধীতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌল্বাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি, ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে সকালে মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠীর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিভ্রান্তি মুলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মিরা।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাষ্কর্য্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।