বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারীদের সঙ্গে কোন আপোস নেই : কাদের
- আপডেট সময় : ০৮:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলার ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের সঙ্গে কোনও আপোস নেই। এ ঘটনার সাথে জড়িতদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পেছনে বিএনপি-জামায়াতের উসকানি আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, জঘন্য এ ঘটনার পিছনে মদদদাতা যে-কোন শক্তিকে ব্যর্থ করে দেবে সরকার।
সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবেই। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা সংবিধান ও রাষ্ট্রদ্রোহীতার সামিল উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না।
এ ঘটনার পিছনে রাজনৈতিক দলের ইন্ধন থাকলে তা রাজনৈতিক সমাধান চায় সরকার এমন দাবি করে সেতুমন্ত্রী বলেন, সরকার অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করেই সঠিক সিদ্ধান্ত নেবে।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, মৌলবাদি অপশক্তির আস্ফালনের পিছনে একটি রাজনৈতিক মহলের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে।
দেশে কোন রকম অস্থিতীশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।