বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নব-নিযুক্ত অ্যাসাইনমেন্ট অফিসার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নব-নিযুক্ত অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরা।
দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরা কেন্দ্রীয় সভাপতি মোজাহিদুর রহমান হ্যালো সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সবাই বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।