বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের নব নিযুক্ত ৭ সচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের নব নিযুক্ত ৭ সচিব।
বেলা ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় ধর্ম সচিব নুরুল ইসলাম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন।