বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজ চলছে : শেখ ফজলুল করিম সেলিম
- আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু দেশে ফিরলে বিজয়ের পূর্ণতা আসে আর যে আলোকবর্তিকা তিনি হাতে তুলে দিয়ে গিয়েছিলেন তার আলোতেই দেশকে তাঁর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
লোকে-লোকারণ্য ঢাকার তেজগাঁও বিমানবন্দর ,বর্তমান জাতীয় প্যারেড গ্রাউন্ড। অধীর আগ্রহে পথ পানে তাকিয়ে লাখো মানুষ। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরছেন স্বাধীন বাংলাদেশের প্রাণপুরুষ, মুক্তিযুদ্ধের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বন্দিদশা ভেঙ্গে আলো হাতে এলেন জ্যোতির্ময়। জয়ধ্বনিতে মুখর সারা বাংলাদেশ। ১৯৭২ এর ১০ জানুয়ারি যেন স্বাধীনতা মূর্ত হয়ে উঠলো। পরিপূর্ণ হল বিজয়।
পাকিস্তানী শাসকদের শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে মুক্তির জন্য ব্যাকুল জাতি, যার ডাকে এক হয়েছিলেন- সেই নেতা স্বাধীন দেশে এলেন অনেক পরে। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পুরোটা সময় তিনি ছিলেন পাকিস্তানে কারাগারে বন্দি।
সব জল্পনা শেষে নেতা যখন লন্ডন আর ভারত হয়ে ১০ জানুয়ারী স্বাধীন দেশের মাটি স্পর্শ করেন সেদিন জনতার আনন্দের বাঁধ ভেঙ্গেছিল। গোটা রাজধানীবাসী তখন একমুখী । অবিসংবাদিত নেতাকে প্রাণঢালা সংবর্ধনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আনন্দে আত্মহারা হয়েপড়ে গোটা জাতি। বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত সেদিন ছিল শুধু মানুষ আর মানুষ।
প্রায় ১০ লাখ লোককে সাক্ষী রেখে বঙ্গবন্ধু তাঁর ভাষণে সবার ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আর , সবাইকে সদ্য স্বাধীন দেশ গড়ার দিকনির্দেশনা দেন।
বাঙালী জাতির প্রতি অবিচল আস্থা ছিল তাঁর। দেশে ফিরে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় দেয়া বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণটি ছিল নতুন দেশ পুনর্গঠন আর ভবিষ্যত গড়ার রূপরেখা।