বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত প্রমান হলে জিয়ার খেতাব বাতিল হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
জিয়ার খেতাব বাতিল করা হয়নি । বরং বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত প্রমান হলে তার খেতাব বাতিল হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর খুনি তাদের মুক্তিযুদ্ধের খেতাব বহন করার অধিকার নেই। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জান্মশত বার্ষিকি, ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালে সকলের জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। তাই আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম।