বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতার ছেলেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক করার জেরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গুরুতর আহত ইরফান,শাকিল আহমেদ,ইসলামইল হোসেনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।