বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবয়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভা বৈশ্বিক মহামারী কারোনার কারণে এবার এ আয়োজিত হল ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির পিতা স্বাধীন দেশ দিয়েছেন। কিন্তু , এই দেশ ও স্বাধীন জাতি গড়ে তোলার জন্য বঙ্গমাতা সর্বোচ্চ ভুমিকা রেখেছেন। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সব জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলায় তিন হাজার দুইশ সেলাই মেশিন ও এক হাজার তিনশ জন অসহায় নারীদের মধ্যে দুই হাজার টাকা করে মোট ছাব্বিশ লাখ টাকা বিতরন করা হয়।