বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ শিগগিরই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে : আবহাওয়া বিভাগ
- আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ শিগগিরই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উপকূলের দিকে ধেয়ে আসছে।
দিনে আগুনের আভা নিয়ে সূর্যিমামার আবির্ভাব। রাতেও যেনো কম হওয়ার বলাই নাই। বৈশাখের মাঝামাঝি সময়েও তাপমাত্রা বেড়েই চলেছে রাজধানীরসহ সারাদেশে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর।
বৃষ্টিহীন সারাদেশে প্রতিদিনই বৃদ্ধি পাওয়া তাপমাত্রায় দুর্বিসহ জনজীবন। এই উত্তাপে দিনের বেলায় রাস্তায় চলাচল কষ্টকর । কাজের তাগিদে বের হলেও সূর্যের খরতাপ থেকে বাঁচতে ছাতা একমাত্র সঙ্গী। কেউ আবার ঠান্ডা পানি বা শরবত দিয়ে মেটানোর চেষ্টা করছে তৃষ্ণা।
সারাদেশে এ অবস্থাও আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে কয়েকদিনে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপটি পর্যায়ক্রমে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মোখা’। প্রাথমিক তথ্যানুযায়ী ‘মোখা’ শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে। এটি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ।