বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ
- আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ফলে মৎস্য অবতরণ কেন্দ্রে গুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলারভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরছেন জেলেরা। তাদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। এতে হাসি ফুটেছে ট্রলার মালিক ও জেলেদের মুখে। অসাধু সিন্ডিকেটের কারণে দাম চড়া হওয়ায় ইলিশের নাগাল পাচ্ছেনা স্থানীয়রা।
এটি কক্সবাজারের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র। দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে জেলার সর্ববৃহৎ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি।
টানা ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেনি। অবশেষে দীর্ঘদিন পর মাছ শিকারের সুন্দর পরিবেশ পাওয়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে সাগর থেকে উপকূলে ফিরছেন মাঝিমাল্লারা। এতে বেশ খুশি তারা।
এদিকে হাজার হাজার ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝেও। জেলার চাহিদা মিটিয়ে এসব ইলিশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মাছের সরবরাহ ভালো থাকায় দীর্ঘদিনের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন তারা।
বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫-১৬শ টাকা এবং মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮শ থেকে এক হাজার টাকা।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, মোকামে দৈনিক ৪০ টনের মতো ইলিশ খালাস হচ্ছে। যেখান থেকে বিপুল রাজস্ব পাচ্ছে সরকার।
সরকারি হিসেবে কক্সবাজারে ৫ হাজারের বেশি নিবন্ধিত ট্রলার এবং ৬৩ হাজারের বেশি মাঝিমাল্লা থাকলে বেসরকারি হিসেবে এ সংখ্যা বহুগুণ বেশি।