বঙ্গোপসাগরে ঝড়ে ১৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ে ১৫ জেলেসহ এফবি নিশাত নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসময় ৯ জেলে নিখোঁজ হয়।
গতকাল রাতে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় তাদের ট্রলারটি উল্টে যায়।
এসময় অন্য একটি ট্রলারের সাহায্যে ৪ জেলেকে উদ্ধার করা হয়। দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের খোঁজ পাওয়া যায়।
উদ্ধার হওয়া জেলেরা মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। পায়রা বন্দর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল পিও জানায়, নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। গত সোমবার রাত তিনটায় ওই একই এলাকায় আরও দুটি ট্রলার ডুবে যায়।