বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জলদস্যুকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জলদস্যুকে গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলা রুদ্ধশ্বাস এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন গডফাদারসহ অতিতে আত্মসমর্পনকারী এক জলদস্যুও রয়েছে বলে জানিয়েছে রেব।
সাম্প্রতিক সময়ে বঙ্গোপোসাগরের বাঁশখালী, কক্সবাজার, পেকুয়া, কুতুবদিয়া উপকূলে আবারো বেড়ে গেছে জলদস্যুর উৎপাত। শীতে সাগর উত্তাল থাকে না বলে সহজে পালিয়ে যাওয়ার সুযোগে সাগরে জলদস্যুদের তৎপরতা বাড়ে। ২১ জানুয়ারি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ২ হাজার ৬শ মণ মাছ গণডাকাতির হয়। ফুটেজ-১
ওই ডাকাতির পর গোপন নজরদারি থাকে রেব। পতেঙ্গা কেন্দ্রিক সাহেদ, ইউসুফ ও করিম মাঝির তিনটি দলের সমন্বিত গ্রুপ ডাকাতিতে নেতৃত্ব দিচ্ছে। নজরদারি এড়াতে জেলেদের কাছ থেকে ট্রলার কেড়ে নেয় ডাকাতরা। এরই ধারাবাহিকতায় সোমবার গ্রেফতার হয় ৩০ জন।
ডাকাতদের কাছ থেকে ৬টি দেশী আগ্নেয়াস্ত্র, ১৫টি মোবাইল ফোন সেট ও বিপুল পরিমাণ রামদা, ছুরি, পাইপ উদ্ধার করা হয়। লুন্ঠিত মালামাল বিক্রি করতে দায়িত্ব দেয়া হয় দলভিত্তিক হয়ে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজন মূল মাঝি। একজন এর আগে আত্মসমর্পণ করেছিলো। ৩০ জনের মধ্যে ১৪ জনের নামে ডাকাতি ও হত্যার একাধিক মামলা রয়েছে।