বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সমুদ্র ও নদী বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।