বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান

- আপডেট সময় : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৯৯৫ বার পড়া হয়েছে
বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার এলো পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ভোর রাতে সেহরী খাওয়ার মধ্য দিয়ে পালন করছেন রোজা। এর আগে রমজানের চাঁদ দেখার পর,এশার সঙ্গে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা।প্রথম তারাবিতে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ঢল। দিনভর পানাহারমুক্ত থাকার পর সন্ধ্যায়, মাগরিবের আজানের পর ইফতারী করে প্রথম রোজা পূর্ণ করবেন তারা। মাহমুদা
শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। পাপ থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এই রমজান। রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় ব্যাপক পরিবর্তন ঘটে। রমজান মাস ইবাদতের বসন্তকাল। ভোর রাতে সেহরী খাওয়ার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজার নিয়ত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রজমান মাসের প্রথম ১০দিন রহমতের, দ্বিতীয় ১০দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের। এ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে- তারাবি নামাজ। প্রথম তারাবির নামাজ আদায়ে, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিটি মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসলমানদের।
রাসুল (সা.) তারাবির নামাজের প্রতি উৎসাহিত করে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে তারাবি আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করা হবে।’ তারাবির নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টির কথা জানান মুসল্লিরা।
দিনভর পানাহার ও গুণাহমুক্ত থেকে মাগরিবের আযানের সময়, ইফতারী গ্রহণ করে রোজা পূর্ণ করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।