বছরে একাধিকবার দাম বাড়ানো-কমানোর বিধান রেখে এনার্জি রেগুলেটরি কমিশন আইন
- আপডেট সময় : ০৯:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বছরে একাধিকবার দাম বাড়ানো-কমানোর বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন -২০১৯ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি ও বিদ্যুতের দাম সমন্বয় প্রয়োজন। এরআগে বছরে মাত্র একবার দাম বাড়ানো-কমানোর বিধান ছিলো। কিন্তু, এই সংশোধনীটির পরে বছরে চাহিদা মাফিক শুনানি করে দাম বাড়ানো যাবে। সচিব আরও জানান, সভায় সামুদ্রিক মৎস আইন ২০১৯ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। বিদেশি কোন সামুদ্রিক জাহাজ আইন লংঘন করে মাছ ধরলে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর বাইরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বন্দিবিনিময় চুক্তির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরআগে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজউল করিম ও সচিব খন্দকার শহিদউল্লাহ।