বনগাঁও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি দখল-বাণিজ্য ও মাদক ব্যবসার অভিযোগ
- আপডেট সময় : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ত্রান বিতরনে অনিয়ম, প্রকল্পে দুর্নীতি, ভুয়া রেজুলেশন দাখিল, ইউপি সদস্যদের ক্ষমতা খর্ব, মাদক ব্যবসায় শেল্টার, দখল-বাণিজ্য এবং সন্ত্রাসী বাহিনী লালন-পালন-এর অভিযোগ উঠেছে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। তার কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেছেন ১১জন ইউপি সদস্য। চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ নিয়ে সরজমিনে তার কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।।
এক সময়ের বিএনপি ক্যাডার হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান সাইফুল ইসলাম, দল পাল্টিয়ে অওয়ামীলীগে যোগদান করলেও চরিত্র বদল হয়নি।এলাকাবাসীর অভিযোগ, ২০১৬ সালে আওয়ামী লীগের ব্যানারে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই দখল বাণিজ্য, মাদক ব্যবসার শেল্টার ও নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় একক আধিপত্য বিস্তার করেন।
সম্প্রতি তার কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১১ জন।রাজধানী ঘেঁষা সাভারের বনগাঁও ইউনিয়নে পৌঁছালেই চেয়ারম্যানের নানা অনিয়ম-র্দুনীতির বিরুদ্ধে ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেন । আবার অনেকে ভয়ে কথা বলতে রাজি হননি। এসএটিভির সরজমিন অনুসন্ধানের উঠে আসে চেয়ারম্যান-এর নানা অনিয়মের চিত্র।
প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের অধিনে উন্নয়মূলক কর্মকান্ডে চেয়ারম্যানের নিয়োজিত ঠিকাদর দিয়ে দায়সারা কাজ করেছেন। আবার কোথাও কাজ না করেই বিল ভাউচারে টাকা হাতিয়ে নিয়েছেন।বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে বিস্তর এসব অভিযোগ নিয়ে বার বার কথা বলা চেষ্টা করা হলে অবশেষে নিজে কথা না বলে ক্ষমতাসীন দলের এক নেতাকে দিয়ে এসএ টিভির প্রতিবেদককে ম্যানেজ করার পাঁয়তারা চালান।