বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে
- আপডেট সময় : ০৮:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে শংকা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় নেতাদেরকে বন্যায় আর্তদের সেবায় সরকারের সহযোগী হয়ে কাজ করার নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিকেলে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও অন্য সম্পাদকরা। এ বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ১৯৮৮ সালের প্রলংকরী বন্যার প্রসংগ টেনে বলেন, এবারের বন্যাও দীর্ঘস্থায়ী হতে পারে।
করোনার কারণে কেন্দ্রীয় নয় স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরকে বন্যায় মোকাবিলা ও ত্রান কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারের যথেষ্ট প্রস্ততি আছে। তবে দলীয়ভাবেও কাজ করতে হবে।
করোণা ভাইরাসের কারনে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী সীমিত আকারে পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।