বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, মোকাবিলায় সব ব্যবস্থা নেয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সিলেটে বন্যাদুর্গত এলাকা পরির্দশন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা সিলেট। সুনামগঞ্চ, নেত্রকোনা, কিশোরগঞ্জ হতে শুরু করে সিলেটের ৮০ ভাগ এলাকা তলিয়ে গেছে পানির নিচে।
এমন মানবিক বিপর্যয় দেখে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুশ্চিন্তার কোন কারণ নেই। বন্যা মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে।
বন্যা পরবর্তীতে রোগবালাই যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে বলেও জানান সরকার প্রধান।
সরকার কিংবা বিরোধী দল– সব অবস্থাতেই আওয়ামী লীগ সবার আগে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যায় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।