বন্যা মোকাবিলা কর্মক্ষেত্রে থেকে পুনর্বাসন কাজ দ্রুত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
বন্যা মোকাবিলায় প্রত্যেকটি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এছাড়া যেখানে বন্যা আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত নেই, সেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা খুলে দেয়ারও নির্দেশনা দেন তিনি ।মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিস্তৃর্ণ এলাকায় তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। সরকারী হিসেবে এই বন্যায় ৩১ জেলার প্রায় ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগও চলমান রয়েছে সারা দেশে । তাই মন্ত্রিসভার বৈঠকেও এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জোর দেন বন্যা শেষে যেন কার্যকর পুনর্বাসন কর্মসূচি নিশ্চিত হয়।
পরে মন্ত্রিসভার বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেখানে বন্যা আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত নয়, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশনা দিয়েছেন, যেন মানুষের ভোগান্তি না হয়।
এছাড়া চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে মোট ২০টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১.৪৩ শতাংশ বলেও জানান আনোয়ারুল ইসলাম।