বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে
- আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেইসঙ্গে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন এসব কথা বলেন। তামান্না তাহসীন খানের প্রতিবেদন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। শ্রীকৃষ্ণর জন্মতিথিতে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবল্বীরা। বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সম্প্রদায়ের আমন্ত্রিত অতিথিরা ছাড়াও বিভিন্ন দূতাবাসের হাইকমিশনাররা অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, হিন্দু ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকার, মানবদরদী এবং সমাজ সংস্কারক। দেশের ১১টি জেলার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে সাধ্য অনুযায়ী সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অনন্য বৈশিষ্ট জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন সংবিধানেও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আছে।