বন্যার পানি না কমায় ব্যাহত হচ্ছে আমনের আবাদ
- আপডেট সময় : ০২:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বন্যার পানি না কমায় নেত্রকোনায় আমনের আবাদ ব্যাহত হচ্ছে। উঁচু এলাকার কিছু জমিতে আমন আবাদ শুরু হলেও, বেশিরভাগ এখনও পতিত রয়েছে।এদিকে, বন্যায় নষ্ট হওয়ায় পুনরায় বীজতলা তৈরীতে ব্যস্ত চাষীরা। তবে, বীজতলা তৈরিতে সরকার প্রণোদনা দিয়েছে বলে জানায়, কৃষি বিভাগ।
পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে নেত্রকোণায় পরপর তিনবার বন্যা দেখা দেয়। এতে জেলার ছ’টি উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্থ হয় অনেক পরিবার। এছাড়া, বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় আমনের বীজতলা তৈরি করছে কৃষক। তবে, এখন পর্যন্ত হাওরের পানি না কমায় আমন আবাদ করতে পারছেনা তারা।
উঁচু এলাকায় কিছু-কিছু আমন আবাদ শুরু হয়েছে। তবে, এখন পর্যন্ত আবাদ করতে না পেরে ফলন নিয়ে শংকায় রয়েছে অনেক কৃষক।এ বছর জেলায় এক লক্ষ ৩৪ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান, কৃষি কর্মকর্তা।বন্যায় ক্ষতিগ্রস্থদের রোপা আমন আবাদে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে, নেত্রকোনাবাসী।