বন্যার পানিতে তলিয়ে আছে সিরাজগঞ্জ জেলার শতাধিক বিদ্যালয়ের মাঠ
- আপডেট সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও সিরাজগঞ্জ জেলার শতাধিক বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের রাস্তাসহ আশপাশের এলাকা এখনো বন্যার পানিতে নিমজ্জিত থাকায় সময় মত পাঠদান নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ আশা করছে যমুনার পানি কমতে থাকায় আগামী ১২ তারিখের মধ্যেই পানি নেমে যাবে। তবে পানি না নামলে বিকল্প পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে।
দীর্ঘ প্রায় দেড় বছর পর খুলছে সিরাজগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য সব ধরনের প্রস্ততি শেষ করেছে জেলার স্কুলগুলো। চলছে স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিতের কাজ। শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিয়ম কানুন জেনে নিচ্ছেন।
তবে, যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায়ে ওই এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে আছে। ফলে স্কুলগুলো এখন বানভাসিদের দখলে। সংশয় দেখা দিয়েছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা নিয়ে।
বন্যা প্রবণ এলাকায় শিক্ষা কার্যক্রম ঠিক রাখতে বিকল্প পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের হতাশ না হবার পরামর্শও দিচ্ছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা যেন পাঠদানের সুন্দর পরিবেশ পায় সে দাবী অভিভাবকদের।শতাধিক বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের রাস্তা বন্যার পানিতে নিমজ্জিত