বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম চড়া
- আপডেট সময় : ০৫:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সব রকম সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। শসার দাম এক লাফে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও কমেনি দেশের বাজারে। এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে সয়াবিন তেল। বন্যার কারণে বাড়িয়ে দেয়া হয়েছে শুকনো খাবার চিড়া–মুড়ি ও গুড়ের দাম।
এভাবেই প্যাকেট করা হচ্ছে বানবাসি মানুষের জন্য ত্রাণসামগ্রী। এতে শুকনো খাবার হিসাবে রয়েছে চিড়া–মুড়ি আর গুড়।
ব্যাপক চাহিদা বাড়ায় এই শুকনো খাবারের দামেও এখন আগুন। সরবরাহ কমের কারণে দেখিয়ে সুযোগ সন্ধানীরা চিড়া–মুড়ির দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন খুচরো বিক্রেতাদের।
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজারে এখনও তেলের দাম বাড়তি। চালের বাজারে দফায় দফায় অভিযান চালানোর পরও বস্তায় কমেছে মাত্র ১‘শ টাকা।
বাজারে সব রকম নিত্যপণ্যের দাম আগে খেকেই বাড়তি। ক্রেতারা বারবার দ্রব্যমূল্য কমানোর দাবী জানালেও বাজারে তার কোন প্রভাব পড়েছে না।
১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। ৭০০ টাকা কেজি দরে আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। ডিমের ডজন ১২০ টাকা।তবে বন্যা কারণে মাছের দাম খানিকটা কমবে, এমনটাই জানালেন বিক্রেতারা।
বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশ। তারই প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বাজারে। সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বেড়েছে সব রকম সবজির। পেঁয়াজের কেজি এখন ৪০ থেকে ৪৫ টাকা। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। রকম ভেদে কাঁচামরিচ প্রতিকেজি ৬০–৯০ টাকা।
বিক্রেতারা বলেন, সরবরাহ বাড়লে দাম কমবে।