বন্যার প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
চলতি বছর দেশে বড় বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এদিকে..বাজেটের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থবছরের শুরু থেকেই প্রস্তুতি নেয়ার কথা বলেন তিনি। এছাড়া ঢাকার আশেপাশের কৃষি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলায় কৃষিকাজ যেন ব্যাহত না হয়- সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইনি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী সাবেক মেজর জেনারেল আব্দুস সালাম। বলেন, ৪ জুলাই সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করা হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রথম তিন মাসেই উন্নয়ন প্রকল্পের কাগুজে প্রস্তুতি শেষ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী জানান, প্রশিক্ষণের মাধ্যমে এক প্রকল্পে একজনই পরিচালক নিয়োগ দেওয়া হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের শেষ সময়ে যেসব প্রকল্পের অনুকূলে অর্থবরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকা কিভাবে খরচ হয়েছে তাও খতিয়ে দেখার কথা বলেছেন সরকার প্রধান।