বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আর নাকচ করা হয়েছে ৬ আসামীর জামিন। রোববার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। একই সাথে আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামীকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
দীর্ঘদিন পর আপনজনকে দেখে এসময় আদালত প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনরা।
তিনঘন্টা শুনানির পর সরকারপক্ষের আইনজীবী জানান, বিচার দ্রুত শেষ করতে চার্জগঠন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হবে ঈদুল আযহার পর।
তবে আসামী পক্ষের আইনজীবীরা বলছেন, জামিন না-মঞ্জুর করায় তারা সংক্ষুব্দ। তাই উচ্চ আদালতের শরনাপন্ন হবেন তারা।
দুপুর একটার দিকে আসামীদের ফেরত নেয়া হয় কক্সবাজার জেলা কারাগারে।
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে বাহারছড়া শামলাপুর চেক পোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।