বরখাস্ত ওসি প্রদীপের পদক প্রত্যাহারের দাবি রাষ্ট্রপক্ষের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মেজর সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতে আসামী প্রদীপের প্রাপ্ত রাষ্ট্রীয় পদক প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সকালে বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ১২ জানুয়ারির পর আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে আদালতে তোলা হয় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে। মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের যাবতীয় রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিলের দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হন।