বরগুনা-ঢাকা রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
- আপডেট সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বরগুনা-ঢাকা রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে বরগুনা জেলা পরিবহন মালিক সমিতি ও বাস শ্রমিকরা।
বরগুনা-ঢাকা রুটের বাসগুলো বরিশাল বাস মালিক-শ্রমিকদের বাধার মুখে পড়ে প্রায় প্রতিদিনই।আবার বাকেরগঞ্জে থেকে বরগুনাগামী বাসের শ্রমিকদের মারধরের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এর প্রতিবাদে ধর্মঘট পালন করছেন বরগুনার বাস শ্রমিকরা। হঠাৎ করে এমন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পদ্মা সেতু চালুর পর নানা সমস্যা দেখা দিচ্ছে এই রুটের বাস চলাচলে। রুট পারমিট না থাকায় বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন বরিশালের বাস মালিক-শ্রমিকরা। এতে মির্জাগঞ্জ এবং আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করতে ১০ ঘন্টা সময় লাগছে। আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।