বরগুনায় অসময়ের বৃষ্টিতে আমন ধান ও খেসারী ডাল ক্ষেতের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরগুনায় অসময়ের বৃষ্টিতে আমন ধান ও খেসারী ডাল ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে খেসারী ডালের ক্ষেতও। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাটির সাথে মিশে গেছে এই গ্রামের আমন ধানের ক্ষেত। জাওয়াদের পর টানা দুই দিন বৃষ্টি হয়েছে বরগুনায়। অসময়ের এই বৃষ্টি ও শীতে নাকাল হয়ে পড়ে জনজীবন। বিপর্যস্ত হয় নিম্নআয়ের মানুষের জীবন যাত্রা। পাকা ও আধাপাকা আমন ক্ষেত নষ্ট হওয়ার ফলে চলতি মৌসুমে বরগুনার কৃষকদের পড়তে হবে চরম ভোগান্তিতে।
শুধু আমন ধানের ক্ষেতই নয়, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেসারী ডালের খেত। বৃষ্টির পানিতে আমনের ক্ষেত তলিয়ে যাওয়ায় খেসারী ডালের বীজও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের।
কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
জেলায় এ বছর ৯৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। আর খেসারি ডাল আবাদ হয়েছে ১৩ হাজার ৩শ’ হেক্টর জমিতে।